Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
কৃষি মেলা ২০২০
Details

এখন প্রশ্ন থাকতে পারে – এ সাফল্যের রহস্য কি ? একজন কৃষিবিদ হিসেবে মনেকরি, এ সাফল্য অনুঘটক হচ্ছে দেশের অর্থনীতির বুনিয়াদি শক্তি কৃষি অর্থনীতিতে ধারাবাহিক সাফল্য। কৃষিতে উন্নত প্রযুক্তি, বীজ, সার এবং যন্ত্রের ব্যবহার উৎপাদন বাড়ার পেছনে প্রধান উজ্জীবক শক্তি হিসেবে কাজ করছে। তার সঙ্গে বিশেষ অবদান রয়েছে কৃষি বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম আর নিবিষ্ট গবেষণায় নতুন নতুন উচ্চফলনশীল, কম সময়ে ঘরে তোলা যায় এমন জাতের কৃষিবীজ উদ্ভাবন। সহজ কিস্তিতে ঋণব্যবস্থার কারণে কৃষিতে কাঙিক্ষত সাফল্য এসেছে। এ ছাড়া দেশে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়ছে। ফলে কৃষকের ছেলেই কৃষক হবে- এমন ধারণা থেকে আমরা বের হতে পেরেছি। এছাড়া, সরকারের কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও সময়োপযোগী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার নিশ্চিতের পদক্ষেপ গ্রহণে ফলে কৃষিতে আজ বিশ্ব পরিমন্ডলে যা উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলছে।

Images
Attachments
Publish Date
30/12/2019
Archieve Date
31/12/2019